Conjunction কাকে বলে?

Conjunction

যে Word দুই বা ততোধিক Word অথবা Sentence কে একত্রে যুক্ত করে, তাদেরকে Conjunction বলে।
A conjunction is a word that used for joining one word to another word, one word to a clause, one clause to another clause or one sentence to another sentence.
উদাহরণঃ Mina and Rina are my cousin.(মিনা এবং রিনা আমার মামাতো বোন।)
                Noor reads the holy Quran and aiat is sleeping.(নূর পবিত্র কোরআন তেলাওয়াত করছে আর আয়াত ঘুমিয়ে আছে।)
ব্যাখ্যাঃ উপরের Sentence দুটোতে যথাক্রমে Mina এবং Rina- and দ্বারা যুক্ত হয়েছে এবং দ্বিতীয় বাক্যে Noor reads the holy Quran এবং aiat is sleeping এই বাক্য দুইটি and দ্বারা যুক্ত হয়েছে, কাজেই এখানে and একটি Conjunction.

নিচে Conjunction দেওয়া হল-

Untill-যে পর্যন্ত নয়, Yet-তবুও, So-তবে/ অতএব, Unless-যদি না, For-জন্যে/ কারণ/ যেহেতু, Since-যেহেতু, ‍Still-তবুও, Till-যে সময় পর্যন্ত, Than-চেয়ে, Before-পূর্বে, Neither.....nor-দুই এর এটিও না, Either.....or-এটি বা ওটি, Or-অথবা/ বা/ কিংবা, But-কিন্তু, And-এবং, When-কখন/ যখন, That-যে, ইত্যাদি Conjunction.



Kind of conjunction

Conjunction প্রথানত তিন ভাগে ভাগ করা যায়, যথা-
1. Co-ordinating Conjunction.
2. Sub-ordinating Conjunction.
3. Correlative Conjunction.

1.Co-ordinating conjunction: যেসব Conjunction একই ধরণের দুই বা ততোধিক Word, phrase, clause বা sentence কে যুক্ত করে, তাদেরকে Co-ordinating Conjunction বলে।
উদাহরণঃ Sumaiya is beautiful but unhappy.(সুমাইয়া সুন্দরী কিন্তু অসুখী।)(Adjectiv+but+Adjective)
                Sujan and Rocky are my friends.(সুজন এবং রকি আমার বন্ধু।)(Noun+and+Noun)

2.Sub-ordinating conjunction: যেসব Conjunction একটি Principal/Independent clause ও একটি sub-ordinate/Dependent clause-কে যুক্ত করে, তাদেরকে Sub-ordinating Conjunction বলে।
উদাহরণঃ The patient had died before the doctor came.(ডাক্তার আসার আগেই রোগী মারা গেছে।)(Principal clause+before+Sub-ordinate clause)

3.Correlative Conjunction: কোনো Sentence-বা বাক্যে যদি জোড়া Conjunction দ্বারা দুই বা ততোধিক Sentence অথবা Word-কে যুক্ত করা হয়, তাহলে তাকে Correlative Conjunction বলে।
উদাহরণঃ Both Suma and Sonia met me yesterday.(সুমা আর সোনিয়া দুজনেই গতকাল আমার সাথে দেখা করেছে।)(Both.......and........ উভয়ে-ই)
                Either Musa or Mim is guilty.(হয় মুসা বা মীম দোষী।)(Either......or......দুইটির একটি)



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.